আজ রবিবার (২৬ জুন) নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ৷ সকাল আটটা থেকে বিরতিহীনভাবে চলছে ভোটগ্রহণ৷ ইলেকট্রনিক ভোটিং মেশিনে ১৯টি কেন্দ্রে ভোট দিবেন ভোটাররা৷.
এ নির্বাচনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পুলিশ, ম্যাজিস্ট্রেট, ব়্যাব, বিজিবি সদস্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন৷ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কমিশন ও স্থানী প্রশাসন নির্বাচনী এলাকায় কড়া নজরদারি রাখা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ৷.
.
তথ্য সূত্রে জানা যায়, পৌরসভার নয়টি ওয়ার্ডে ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাইরের এলাকায় মোট ৪৪৬ জন পুলিশ মোতায়েন করা হয়েছে৷ নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন ১৩ জন৷ এছাড়া একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটও থাকবেন নির্বাচনী এলাকায়৷ এছাড়া দুই প্ল্যাটুন বিজিবি এবং পর্যাপ্ত সংখ্যক ব়্যাব সদস্যও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন৷.
.
গত সোমবার রাত ১২টার পর থেকে সবধরনের প্রচারণা বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত ছিলেন দুই মেয়র প্রার্থী ও কাউন্সিলর পদ প্রার্থীরা। এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন সদ্য সাবেক মেয়র ‘জগ’ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম ও সাবেক মেয়র ‘মোবাইল ফোন’ প্রতীকের দেওয়ান আবুল বাশার বাদশা৷.
.
এদিকে নির্বাচনী পরিবেশ সম্পর্কে এ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে৷ ভোটের দিন কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ, ব়্যাব, বিজিবি, ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে৷ নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও উৎসবমুখর রাখতে স্থানীয় প্রশাসনসহ নির্বাচন কমিশন তৎপর রয়েছে৷ ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে কেউ বাধা দিলে তাকে ছাড় দেওয়া হবে না৷’.
.
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে কাঞ্চন পৌরসভার ১৯টি ভোট কেন্দ্রে ৪০ হাজার ৭৯৮ জন ভোটার ভোট দিবেন৷ এ নির্বাচনে দুই মেয়র প্রার্থী, ২৭ জন সাধারণ কাউন্সিলর ও ৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন৷ দুই মেয়র প্রার্থী বলেছেন নির্বাচন কমিশন ও প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতায় সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা হবে এই আশা ব্যক্ত করছি।.
. .
ডে-নাইট-নিউজ / সূর্য আহমেদ মিঠুন - বিশেষ প্রতিনিধি
আপনার মতামত লিখুন: